TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বারো কোটি টাকার বুলেট প্রুফ ও মাইন প্রুফ গাড়ি নিয়ে সভাস্থলে পৌঁছতে পারলেন না নরেন্দ্র মোদি

বারো কোটি টাকার বুলেট প্রুফ ও মাইন প্রুফ গাড়ি নিয়ে সভাস্থলে পৌঁছতে পারলেন না নরেন্দ্র মোদি। শুধু তাই নয় জনসভা কেউ লোকসংখ্যা প্রায় নেই বললেই চলে। কৃষকদের দীর্ঘদিনের আত্ম বলিদান কখনো ভুলবে না পাঞ্জাব। নির্মমভাবে কৃষকদের হত্যা করা থেকে শুরু করে দিনের পর দিন অত্যাচার এই বলিদান বৃথা যাবেনা।

 


পঞ্জাবে বিজেপির দলীয় কর্মসূচিতে যে বিপুল জনসমুদ্র হওয়ার আশা রেখেছিল মোদি সরকার তা আদৌ হয়ে ওঠেনি। তাই গন্তব্যে না পৌছেই সেখান থেকে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

অবশ্য তার পরেই এই ঘটনার যুক্তি হিসেবে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নীর পদত্যাগ দাবি করেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, ‘‘নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল না। উনি বাহানা খুঁজছিলেন।

 


রাত ৩টে পর্যন্ত সব রাস্তা খালি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সড়কপথে আসার কোনও পরিকল্পনা ছিল না।

ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা

উনি বিমানবন্দরে এসে শেষ মুহূর্তে সড়কপথে যাওয়ার পরিকল্পনা করেন।

আমাদের তরফ থেকে নিরাপত্তায় গাফিলতির কোনও প্রশ্নই ওঠে না। বিজেপি মিছিলের ডাক দিয়েছিল। কোনও জনসভা ছিল না। ওতে লোক ৭০০ লোক হয়েছিল। তাই বাহানা করে মিছিল বন্ধ করা হয়েছে। ইচ্ছে থাকলেই পৌঁছানো যেত। অন্য রাস্তা দিয়েও যাওয়া যেত।’’