TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পুজো বন্ধ, রাজাগণেশ মণ্ডলী প্লাজমাদান শিবির করছে মুম্বইয়ে

৯৩ বছরে এই প্রথমবার। মুম্বইয়ের অতি প্রসিদ্ধ, তথা বলিউডের ঘনিষ্ঠ লালবৌগচা রাজাগণেশ উৎসব স্থগিত রইল এবছর। উৎসব মণ্ডল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই গণেশ উৎসবের পরিবর্তে রক্তদান এবং প্লাজমাদানের বন্দোবস্ত করা হবে। এই সমাজমুখী উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আরোগ্য উৎসব’। বৃহন্মুম্বই পুরসভার সঙ্গে হাত মিলিয়ে প্লাজমাদানের আয়োজন করছে মণ্ডল। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দান করারও সিদ্ধান্ত নিয়েছেন উৎসবের আয়োজকরা।

আরও পড়ুন : খোলা হচ্ছে কফিহাউস, ফিরছে নস্টালজিয়ার আড্ডা

অবশ্য এই প্রথম নয়, লালবৌগচা উৎসব মণ্ডলী এর আগেও বহু জনমুখী পরিকল্পনার সঙ্গে যুক্ত থেকেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এবছর বহু উৎসব মণ্ডলীই গণেশ পুজো নিয়ে তাদের অবস্থান বদলাচ্ছে। হয় উৎসব পুরোটাই স্থগিত। কিংবা সরকারি নির্দেশিকা মেনে মাত্র চার ফিট উচ্চতার গণপতি বাপ্পা মূর্তিতে পুজো। তাও একেবারে নমো নমো করে। ভিড় এড়িয়ে।