Home বঙ্গ প্রাক দোল উৎসবে মাতলো শ্রীরামপুর ডাঃ রতন সমাদ্দারের উদ্যোগে

প্রাক দোল উৎসবে মাতলো শ্রীরামপুর ডাঃ রতন সমাদ্দারের উদ্যোগে

by banganews

উৎসবের আনন্দ তখনই অনুভব করা যায় যখন সবাই একসাথে জড়ো হয় সেই উৎসবের আঙ্গিনায়। সেই ভাবনা থেকেই ডঃ রতন সমাদ্দার শ্রীরামপুর এবং তৎসংলগ্ন এলাকার সমস্ত গানের স্কুল, নাচের স্কুল, বাচিক শিক্ষাকেন্দ্র এবং সমস্ত সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে এসেছেন এই উৎসবের অঙ্গনে শ্রীরামপুর টাউন হলে। শুধুমাত্র ছাত্র – ছাত্রীরাই নন খ্যাতনামা শিল্পীরাও অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। শ্রীরামপুর দোল উৎসব এর এটি দ্বিতীয় বর্ষ। করোনার কারণে আগের বছর পালন করা না গেলেও এবছর ধুমধাম করেই পালন করা হয়েছে উৎসবটি। প্রাক দোল উৎসব হিসেবেই এটি পরিচিত।

 

সেই অনুযায়ী এবছর ও দোলের আগের দিন পালন করা হয়েছে এই উৎসব। রঙের উৎসব কে স্বাগত জানানোর উদ্দেশ্যেই এরকম ভাবনা জানালেন ডাঃ সমাদ্দার মিউজিক্যাল ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা ডাঃ রতন সমাদ্দার। মূলত তাঁর উদ্যোগেই এত মানুষের কাছাকাছি আসা। এবছরে এই উৎসবের নাম রাখা হয়েছিল ‘আনন্দ বসন্ত সমাগমে’। তাপস মুখার্জী, ডঃ ইন্দ্রাণী গোস্বামী, রবীন গাঙ্গুলী, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী রাজকুমার রায়, ফোকতন্ত্র নামক ব্যান্ড এবং আরো অনেক পরিচিত শিল্পীদের ভিড় দেখা গেছে এখানে।সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে ৫০ থেকে ৬০ জন শিল্পী ও নাচের দল অংশগ্রহন করায় শ্রীরামপুর টাউন হল এক অসামান্য সময়ের সাক্ষী হয়ে থাকলো…

You may also like

Leave a Reply!