TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দিল্লি থেকে মাঝ পথে ফিরে এলেন মুকুল

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি, তাই একুশের যুদ্ধের রণনীতি ঠিক করতে দিল্লিতে গিয়েছিল পশ্চিমবঙ্গের তাবড় নেতারা। বাকি নেতাদের মত তাতে যোগ দিয়েছিলেন মুকুল রায়ও। দিল্লিতে বৈঠক চলাকালীন সময় আচমকাই বিমান যোগে কলকাতায় ফিরে এলেন মুকুল রায়। এই আকস্মিক ঘটনায় জল্পনা উঠছে তবে কি অন্য কোন কারণে ফিরে আসতে বাধ্য হলেন মুকুল রায়। বিমানবন্দর নেমে ফেরার পথে একদল সাংবাদিকের মুখোমুখি হন তিনি। বিষয়টি সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি সমস্ত গুজব হেসে উড়িয়ে দিয়ে বলেন তার চোখের রেটিনায় একটি ইনজেকশন দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট থাকায় তড়িঘড়ি দিল্লি থেকে ফিরে আসতে হয় তাকে। তিনি এও জানান যে প্রথম দিনের বৈঠকে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং সংশ্লিষ্ট বৈঠক যে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে সে বিষয়ে তিনি ইতিপূর্বে অবহিত ছিলেন না।

আরও পড়ুন রবিবার থেকে বাংলায় সস্তায় মিলবে আলু

দলীয় বৈঠক এর মধ্যেই তার রেটিনা ইনজেকশনের অ্যাপয়েন্টমেন্ট থাকায় দ্বিতীয় দিন দলের সকলের সঙ্গে কথা বলে জরুরি অবস্থার ভিত্তিতে ফিরে এসেছেন তিনি। সাংবাদিকরা তাকে আরো জিজ্ঞেস করে, গতকাল দিলীপ ঘোষ নিজের বিবৃতিতে, করোনা আবহে তার যে সাময়িক নিষ্ক্রিয়তার কথা বলেছে সে বিষয়ে তার কী খেয়াল ? উত্তরে সহজাত ভঙ্গিতে তিনি দিলীপ ঘোষের স্বপক্ষে সাংবাদিকদের মন্তব্য বিকৃত করার অভিযোগে অভিযুক্ত করেন। তিনি জানিয়েছেন কোভিড-১৯ সংক্রমণের সতর্কতা অবলম্বন করে রাজনৈতিক কর্মসূচি আপাতত খানিক স্তিমিত রয়েছে। তাই দিলীপবাবু ভুল কিছু বলেননি। বিভিন্ন মহলে, বিজেপি অন্দরের মিটিংয়ে মুকুল রায়ের অনুপস্থিতি নিয়ে যে জল্পনা উঠেছে সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সেই জল্পনাকে অতিরঞ্জিত ও নিছক রটনা বলে উল্লেখ করেছেন। এছাড়াও সামনের বছর বিধানসভা নির্বাচনের জন্য বঙ্গ বিজেপির প্রস্তুতি নিয়ে তিনি যে আশাবাদী সে কথাও জানাতে ভোলেননি।