TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মজার স্টেশন! ট্রেনের ইঞ্জিন এক রাজ্যে, বগি অন্য রাজ্যে

আজব রেলস্টেশন। ট্রেনের ইঞ্জিন এক রাজ্যে আর বগি অন্য রাজ্যে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। রেল স্টেশনটির নাম ভবানী মান্ডি। মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সীমান্তে অবস্থিত এই স্টেশন। তবে এই স্টেশন সবজি মান্ডি নামেই বেশি পরিচিত কারণ কমলালেবু উৎপাদন এবং সংরক্ষণে নাগপুরের পরে দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে এই ভবানী মান্ডি রেল স্টেশনটি।

https://thebanganews.com/a-new-species-of-hairy-snake-was-caught/

স্টেশনে প্রতিদিন গড়ে ৪০টি ট্রেন দাঁড়ায়। এমনকী দেশের প্রায় ৩০০টি রেল স্টেশনের সঙ্গে যুক্ত ভবানী মান্ডি রেল স্টেশন। সবচেয়ে মজার বিষয় হল এই স্টেশনের টিকিট বুকিং কাউন্টারটি মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায়। কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সারি পৌঁছে যায় রাজস্থানে। স্টেশনে আসা যাত্রীরা খাবার খান মধ্যপ্রদেশে আর জল পান করেন রাজস্থানে গিয়ে। এই স্টেশনের প্রবেশ পথটি মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায় আর রেলস্টেশনের ওয়েটিং রুমটি রাজস্থানের ঝালাওয়ার জেলার মধ্যে অবস্থিত। এই স্টেশনের একটি সাইন বোর্ড মধ্যপ্রদেশে আর অন্যটি রাজস্থানে। এমনকী স্টেশনে কোনও দুর্ঘটনা আর অপরাধের মতো ঘটনা ঘটলে মধ্যপ্রদেশ এবং রাজস্থান দুই রাজ্যের পুলিশই ব্যবস্থা নেয় সযত্নে।