Home বঙ্গ রাজ্যের ১০০ টি স্টেশনে বসছে সিসিটিভি, নির্বাচনের আগে বাড়তি নজর

রাজ্যের ১০০ টি স্টেশনে বসছে সিসিটিভি, নির্বাচনের আগে বাড়তি নজর

by banganews

বঙ্গ নিউস, ২১ ডিসেম্বর, ২০২০ঃ  অপরাধমূলক কাজকর্ম রুখতে বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেল। বিভিন্ন স্টেশনকে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে হাওড়ার ৩০ টি স্টেশনে, কলকাতার ৩১ টি স্টেশনে আসানসোলের ২৫ টি ও মালদহের ১৫ টি স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ১৬০ ডিগ্রি ঘুরবে এমন আধুনিক ক্যামেরার পাশাপাশি প্রয়োজনীয় স্টেশন গুলিতে হ্যান্ড ব্যাগেজ স্ক্যানারও লাগানো হবে। শহরতলি ও দূরের স্টেশনগুলিতে নিরাপত্তা ঠিক রাখতে দ্রুত এই ব্যবস্থা নেবে রেল।

আরও পড়ুন রাজ্যে কটা আসন পাচ্ছে বিজেপি? আগাম জানালেন পিকে, অন্যথায় পদত্যাগ

হাওড়ায় DRM সঞ্জয়কুমার সাহা জানান, ‌‘‌‘‌স্টেশনগুলোতে সার্ভে করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।’’‌ আধুনিক প্রযুক্তির এই ক্যামেরা সার্কুলেটিং এরিয়া, প্ল্যাটফর্ম এলাকা, পার্সেল এলাকা, ওয়েটিং রুমের যাতায়াতের পথে লাগানো হবে। অপরাধীদের সঙ্গে ট্রেনে যাতায়াতকারী সামগ্রীর উপর নজর রাখবে এই ক্যামেরা।হাওড়া ডিভিশনের লিলুয়া, শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, রামপুরহাট, বোলপুর, পাকুড়–সহ বিভিন্ন স্টেশন রয়েছে তালিকায়। শিয়ালদহ ডিভিশনে ৩০টির মধ্যে উল্লেখযোগ্য স্টেশনগুলির মধ্যে রয়েছে, বারাসত, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, বহরমপুর ইত্যাদি। আসানসোলে নির্বাচিত পঁচিশটির মধ্যে উল্লেখযোগ্য চিত্তরঞ্জন, অন্ডাল, রানীগঞ্জ, পানাগড়, কালীপাহাড়ি স্টেশন। মালদহের ভাগলপুর, জামালপুর, সাহেবগঞ্জ, সুলতানগঞ্জ সহ আরও ১২টি স্টেশনে চালু হবে সিকিউরিটি এন্ড সারভেইল্যান্স সিস্টেমের এই বিশেষ ব্যবস্থা।

You may also like

Leave a Reply!