Home কলকাতা বর্ধমান স্টেশনের ফলস সিলিং ভেঙ্গে আহত পরিযায়ী শ্রমিক

বর্ধমান স্টেশনের ফলস সিলিং ভেঙ্গে আহত পরিযায়ী শ্রমিক

by banganews

ফের দুর্ঘটনার কবলে বর্ধমান স্টেশন চত্বর। মাস ছয়েক আগে বর্ধমান স্টেশনের প্রবেশপথ ভেঙে পড়েছিল,তার ফলে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আজ। তবে এবার প্রাণহানি হয়নি কিন্তু সামান্য আহত হয়েছে এক পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্য থেকে রেলপথে রাজ্যে আসছে পরিযায়ী শ্রমিকরা। আজ সকালে কেরালা থেকে ট্রেনে করে বর্ধমান স্টেশনে নামেন এক পরিযায়ী শ্রমিক। বাইরে বেরোনোর সময় প্রবেশপথের সামনে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছিলেন পুলিশ ও চিকিৎসকরা। ঠিক সেই সময় ফলস সিলিং ভেঙে পড়ে তাঁর মাথায়। সামান্য আঘাত পান তিনি।

আরও পড়ুনগড়িয়ার নবগ্রামে অগ্নিকাণ্ডঃ ভস্মীভূত চারটি দোকান

মাত্র ৬ মাস আগেই বর্ধমান স্টেশনের প্রবেশ পথের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, একজনের মৃত্যু হয় ওই ঘটনায়। আজ সেই ঘটনার স্মৃতি উস্কে দিল ভগ্ন ফলস সিলিং। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সংস্কার হওয়া সত্ত্বেও কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে রেল সূত্রে। এই বিষয়ে স্টেশন কর্তৃপক্ষকে আরও বেশি সজাগ হবার অনুরোধ জানান স্থানীয় আইএনটিটিইউসি নেতা।

You may also like

Leave a Reply!