TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ডিসেম্বর থেকে টাকা লেনদেন হবে আরও সহজ

বঙ্গ নিউস, ২১ নভেম্বর, ২০২০ঃ ২০২০ সালের ডিসেম্বর থেকে আরটিজিএস এর মাধ্যমে 24 ঘন্টা টাকা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া সমস্ত কাজের দিন সকাল সাতটা থেকে বিকেল ছ’টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যায়। এর আগে গত বছর ডিসেম্বর মাসে NEFT পরিষেবা 24*7 চালু হয়েছিল।

আরও পড়ুন ATM ভেঙে লুঠ ১৩ লক্ষ টাকা, নেপথ্যে হরিয়ানা গ্যাং

RTGS এর মাধ্যমে রিয়েল-টাইমে টাকা ট্রান্সফার করা হয়৷ বড় অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে এই মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে। আরটিজিএস এ ২ লক্ষ টাকার নিচে টাকা ট্রান্সফার করা যায় না। অনলাইন এর ক্ষেত্রে কোন অতিরিক্ত চার্জ দিতে হয় না। তবে ব্যাংকের শাখায় গিয়ে পরিষেবা নিলে চার্জ লাগবে।

প্রসঙ্গত উল্লেখ্য, RBI এর গভর্নর শক্তিকান্ত দাস এর নেতৃত্বে ছয় সদস্যের মনিটারি পলিসি রেপো রেট 4% রেখেছে৷