TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

১৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি রাজমিস্ত্রী

আরামবাগ, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ শখ একটাই, লটারির টিকিট কাটা। স্ত্রী আপত্তি করলেও তা শোনেননি। কিন্তু এই শখ যে জীবন বদলে দেবে তা ভাবতেও পারেননি হুগলির আরামবাগের মনসাতলার বাসিন্দা উত্তম মাইতি। সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তা সত্ত্বেও লটারির টিকিট কাটার শখ জারি ছিল। এনিয়ে বাড়িতে অশান্তিও হয়েছে বহুবার। কিন্তু সেসব তোয়াক্কা না করেই একের পর এক লটারি টিকিট কাটতেন তিনি।

আরও পড়ুন PM Cares নিয়ন্ত্রণ করছে সরকার, অথচ তথ্য জানা যাবে না; কেন্দ্রের দাবিতে বিভ্রান্তি

গত বৃহস্পতিবার ১৩০ টাকা দিয়ে একটি টিকিট কেটেছিলেন উত্তমবাবু। সন্ধ্যেয় টিকিটটি মেলান, স্বাভাবিকভাবেই ভেবেছিলেন এবারও পুরস্কার পাবেন না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরস্কার জয়ীদের তালিকায় নিজের টিকিটের নম্বরটি দেখে চমকে যান তিনি। কোটি টাকার পুরস্কার পেয়েছেন উত্তম মাইতি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। ইতিমধ্যেই গ্রামে তাঁর কোটিপতি হওয়ার খবর ছড়িয়ে যায়। তাঁর স্ত্রী ও দুই ছেলের কাছেও খবর পৌছায়। খুশি হন প্রত্যেকেই। কি করবেন এত টাকা নিয়ে, তা ভেবেই পাচ্ছেন না উত্তম মাইতি। তিনি জানান, “আপাতত কিছুই বুঝতে পারছি না। এখনও বিশ্বাস করতে পারছিনা হতদরিদ্র অবস্থা থেকে আমি কোটিপতি হয়ে গিয়েছি। এত টাকা জিতে খানিকটা নিরাপত্তাহীনও লাগছে।” তবে উত্তমবাবুর স্ত্রী জানান, “খুব কষ্ট করে দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। তারা ভাল কোনও চাকরি করে না। এবার ওদের জন্য কিছু করার কথাই ভাবছি।”