Home দেশ PM Cares নিয়ন্ত্রণ করছে সরকার, অথচ তথ্য জানা যাবে না; কেন্দ্রের দাবিতে বিভ্রান্তি

PM Cares নিয়ন্ত্রণ করছে সরকার, অথচ তথ্য জানা যাবে না; কেন্দ্রের দাবিতে বিভ্রান্তি

by banganews

দিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ PM Cares তহবিল নিয়ে ফের বিভ্রান্তি ছড়াল। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই PM Cares ফান্ড কিন্তু কেন্দ্রের দেওয়া তথ্যেই উঠছে প্রশ্ন। কোভিডের দান নেওয়ার জন্য PM Cares তহবিল গঠন করে সরকার কিন্তু এটি আরটিআই এর আওতায় পড়বে না। এখানেই প্রশ্ন উঠেছে সরকারি সংস্থা অথচ তথ্য অধিকার আইনভুক্ত নয়? আরটিআই প্রেক্ষিতে কেন্দ্র জানিয়েছে PM Cares তহবিল নিয়ন্ত্রণ করছে সরকার। ভারত সরকার এটি প্রতিষ্ঠা করেছে।

আরও পড়ুন ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বদল

তবে তথ্য জানার অধিকার আইনের আওতায় নেই। কারণ ব্যাক্তিগত অর্থ নেওয়া হয়েছে PM Cares তহবিলে। বিভিন্ন ব্যক্তি, সংস্থা, কর্পোরেট, বিদেশি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছ থেকে অর্থ এসেছে PM Cares এ। সংস্থার পরিচালনে ট্রাস্টি থাকায় PM Cares আরটিআই ভূক্ত নয়। স্বাভাবিকভাবে PM Cares নিয়ে অস্পষ্টতা বাড়ছে। PM Cares ট্রাস্ট রেজিস্টারও করা হয়েছে দিল্লির রেভিনিউ বিভাগে। কিন্তু সম্প্রতি PM Cares ওয়েবসাইট জানিয়েছে PM Cares ফান্ড সরকারি সংস্থা নয়। এনিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিরোধীদের দাবি PM Cares এ কোথায় কত টাকা জমা হয়েছে আর কোথায় তা খরচ হয়েছে যাবতীয় হিসাব প্রকাশ করুক কেন্দ্র।

You may also like

Leave a Reply!