TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মৃত ৪, গুরুতর জখম-অগ্নিদগ্ধ বিপিন রাওয়াত, সুস্থতা কামনা করে টুইট মমতার

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। দুর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। ভর্তি আছেন সেনা হাসপাতালে। গুরুতর জখম তাঁর স্ত্রী মধুলিকাও।

বুধবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। বিকট আওয়াজ কানে যেতেই ছুটে আসেন গ্রামবাসীরা। পাহাড়ি এলাকায় একটি বাড়ির সামনে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এলাকাবাসী সেখানে পৌঁছে দেখেন, কপ্টারটি টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। আর তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই কপ্টারে বিপিন তাঁর স্ত্রী-সহ মোট নয় জন ছিলেন। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং দমকলবাহিনীর সদস্যরা। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

 

হরিয়ানাতেও ঘাসফুল, পার্টি অফিস খুলছে তৃণমূল
বিপিন রাওয়াতের দুর্ঘটনার খবর নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন টুইট করে তিনি বলেন, “কুন্নুরের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজ গোটা দেশ সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর পরিবারের সদস্য যারা ওই হেলিকপ্টারে ছিলেন তাঁদের সুস্থতা কামনা করছি ও সকলের।”