দিল্লি, ২৪ অগাস্ট, ২০২০ঃ লালফৌজের সঙ্গে সীমান্ত সংঘর্ষ মিটেছে বেশ কয়েকদিন আগেই, কিন্তু ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা এখনও অব্যাহত। চিনা সেনা পুরোপুরি না সরায় বহু আলোচনার পরেও কোনও স্থায়ী সমাধান সূত্র বেরোয়নি। এবার লাদাখ ও চিন নিয়ে বড় ইঙ্গিত দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
আরও পড়ুন করোনার উপসর্গ চেনা এখন আরও সহজ, ফলে সুবিধা মিলছে চিকিৎসা এবং গবেষণাতেও
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-চিন আলোচনায় যদি কোনো রফাসূত্র না বের হয় তাহলে সেনাই বিকল্প ব্যবস্থা। সীমান্ত নিয়ে ভিন্ন মতের জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারের তরফে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিরক্ষা বাহিনী সবসময়ই তৈরি। লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের অবনতি হয়েছে। লাদাখের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের এই ইঙ্গিত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।