TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গাইডলাইন মেনে হবে কালীপুজো, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৫ নভেম্বর, ২০২০ঃ  দুর্গাপুজোর মত গাইডলাইন মেনেই কালীপুজো হবে, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সাধারন মানুষ অতিমারী আইন মেনেছে। এবার গাইডলাইন মেনেই কালীপুজোও হবে রাজ্যে। মুখ্যমন্ত্রী আরও বলেন কোভিড বিধি মেনেই রেল পরিষেবা চালু করার পদক্ষেপ নিয়েছে রাজ্য। এর পাশাপাশি নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন কালীপুজো ও ছটপুজোয় বাজি নিষিদ্ধ: কলকাতা হাইকোর্ট

তাঁর কথায় একটি রাজনৈতিক দল মহামারী ছড়াচ্ছে। অনুমতি ছাড়াই মিছিল করে সংক্রমণ বাড়াচ্ছে। তিনি আরও বলেন কেন্দ্র বারবার রাজ্যের নিয়মে বাধা সৃষ্টি করছে। নির্বাচিত সরকারকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এছাড়াও এদিনের বৈঠকে বাংলায় উন্নয়নের খাতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ থেকে শুরু করে সড়ক নির্মাণে বাংলা প্রথম। মাটি সৃষ্টি প্রকল্পে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে।