কলকাতা, ১৯ নভেম্বর, ২০২০ঃ আদালতের নির্দেশ মেনেই ছট পালন করুন। ভিডিও বার্তায় ছটের শুভেচ্ছা জানিয়ে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো ও কালীপুজো যেভাবে বিধিনিষেধ মেনেই হয়েছে সেই ভাবেই সমস্ত বিহারী ভাই-বোনেদের ছট পুজো পালনের পালনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দিয়েছেন চলতি বছরে বাজির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা ও শহরতলিতে প্রায় দেড়হাজার জলাশয় ছট পুজো পালনের জন্য ব্যবস্থা করা হয়েছে। মূলত ভিড় এড়াতেই এই ব্যবস্থা।
আরও পড়ুন মালদায় প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫
অন্যদিকে ছটপুজো নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। শোভাযাত্রা থেকে শুরু করে জমায়েত সবেতেই না বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।