TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মুখ্যমন্ত্রীদের বৈঠকে সোনিয়া গান্ধীর ইচ্ছায় সঞ্চালনার ভার নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৬ অগাস্ট, ২০২০ : জয়েন্ট এবং নিট স্থগিত রাখার দাবি নিয়ে বিজেপিবিরোধী মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক সঞ্চালনার ভার সোনিয়া গান্ধী তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রীর হাতেই। আজকের বৈঠকে মমতাই ছিলেন মধ্যমণি করোনা আবহে জয়েন্ট বিতর্ক নিয়ে ডাকা এই ভার্চুয়াল বৈঠক কার্যত হয়ে উঠল কেন্দ্রের প্রতি বিরোধিতা প্রদর্শনের এক সম্মিলিত মঞ্চ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতি প্রাথমিকভাবে অনিশ্চিত ছিল, তাকেও সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায় এদিনের বৈঠকে।

আরও পড়ুন তাজপুরে গভীর সমুদ্রবন্দর গড়বেন মমতার সরকার

তৃণমূল সুপ্রিমো বলেন রাজ্যগুলি একযোগে সুপ্রিম কোর্টে আবেদন করুক এবং মিলিতভাব ডেপুটেশন দেওয়া হোক রাষ্ট্রপতিকে। মমতার প্রস্তাবে সায় দেন সকলেই। ফের বিরোধী দলগুলি একটি ইস্যুকে সামনে রেখে এক মঞ্চে এসেছে মমতার ডাকে এমনকি সনিয়া গান্ধীর কাছ থেকে সভা সঞ্চালকের দায়িত্ব প্রাপ্তি উস্কে দিচ্ছে রাজনৈতিক জল্পনা।
প্রসঙ্গত, এই বিতর্কের মাঝখানেই একদিনে ওয়েবসাইট খোলার মাত্র তিন ঘন্টার মধ্যে প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী ডাউনলোড করল নিটের অ্যাডমিট কার্ড।