TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটত বিরাট দুর্ঘটনা! মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ৪ মার্চ বারাণসী থেকে ফেরার সময় বিমান দুর্ঘটনার মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যান্ডিংয়ের সময় আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে বেশ কিছুটা নীচে নেমে আসে বিমানটি। সেই সময়ে প্রবল ঝাঁকুনিতে চোট পান মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”সেদিন কাছাকাছি আরেকটি প্লেন এসেছিল। কোন টারবুলেন্স নয়। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন। তাই কোন সংঘর্ষ হয়নি। হঠাৎ ৮০০০ ফুট থেকে নীচে নেমে আসে বিমান।” তবে, মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ”আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। আমার কোমরে ও বুকে এখনও ব্যথা আছে। এই বিষয়ে আজ অবধি কোনও রিপোর্ট দেয়নি।”

 

আচমকা ২ হাজার ফুট নিচে মুখ্যমন্ত্রীর বিমান, আঘাত পিঠে

এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে থাকা যাত্রীদের মধ্যে। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এখনও কোন রিপোর্ট যে পাওয়া যায়নি। গত সপ্তাহে দুদিনের সফরে বারাণসী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের হয়ে প্রচারে যোগ দিতে গিয়েছিলেন তিনি। একই সঙ্গে কাশী বিশ্বনাথও দর্শন করেন তিনি। আর সেই সফর সেরে ফেরার পথেই ঘটে এই বিমান বিভ্রাট।