TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মহালয়া কাল, দেবীপক্ষ বহুদূর

মহুয়া বন্দ্যোপাধ্যায়

বঙ্গ নিউস, ১৬ সেপ্টেম্বর, ২০২০ঃ  রাত পোহালেই আধো অন্ধকার লগ্ন চিরে বেজে উঠবে ‘আশ্বিনে শারদপ্রাতে…’। আলো গমগমে বীরেন্দ্র-কণ্ঠ।
মহিষাসুরমর্দিনী। সঙ্গে মহামায়ার নিদ্রাভঙ্গের আকুল প্রার্থনা—‘জাগো, তুমি জাগো।’
প্রতিবারের মতোই আয়োজনের কোনও ত্রুটি থাকবে না। আকাশবাণী এবং ছোটপর্দায় শারদ আহ্বানের সুর মিলবে আবারও।
তবে ওই অবধিই। এই অবধি প্রতি বছরের চেনা ছবি হলেও, পরেরটা আর বিশেষ চেনা নয়।

আরও পড়ুন বচ্চনদের বাংলোর বাইরে হঠাৎ বাড়ল নিরাপত্তা

অর্থাৎ নিয়ম মেনে অমাবস্যাকালে পিতৃতর্পণ শেষ করে পিতৃলোকের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু মাতৃলগ্নে প্রবেশ করতে পারছি না।
রাত পোহালে মহালয়া আসছে ঠিকই। তবে মহালয়া পার করে দেবীপক্ষ আসছে না। অন্তত এখনকার মতো আসছে না। গোটা আশ্বিন, শরতের অাশ্বিন, কাশফুলের আশ্বিন এবার ব্যর্থ হচ্ছে।
দেবীপক্ষ বহুদূর। একমাস পরে। ইংরেজি ১৬ অক্টোবর তারিখে, রাত্রি একটা বেজে দু’মিনিটে শুরু হচ্ছে দেবীপক্ষ। অর্থাৎ কার্তিক মাসে। কারণ গোটা আশ্বিন মলমাস। কারণ আশ্বিনে দুটো অমাবস্যা। মলমাসে কোনও শুভ কাজ হয় না।
অবশ্য এ ঘটনা বিরল হলেও নতুন নয়। স্মরণাতীত কালের মধ্যে ১৯৮২ সালে এবং ২০০১ সালে এই ঘটনা ঘটেছিল। দুর্গাপুজো পড়েছিল কার্তিক মাসে।

আরও পড়ুন লকডাউনের সিনেমা, যা ভাবছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

১৯৮২ থেকে ২০০১ কিন্তু ১৯ বছরের তফাৎ। আবার ২০০১ থেকে ২০২০-ও সেই ১৯ বছরেরই তফাৎ।
স্মৃতির ভুল হতে পারে। কিন্তু দিন মেনে যে তিথি আসছে, তার অঙ্কে কোনও ভুল নেই!