TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চালু হচ্ছে লোকাল ট্রেন, নিয়ম না মানলে জেল ও জরিমানা

কলকাতা, ১৫ অক্টোবর, ২০২০ঃ সবই যখন চলছে তখন লোকাল ট্রেন কেন নয়? এমনটাই বলেছিলেন বিক্ষুব্ধ জনতা। এবার তাদের দাবি মেনে নেওয়া হল। কেন্দ্রের তরফে চিঠিতে জানানো হয়েছে লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনো আপত্তি নেই। এখন দরকার রাজ্যের অনুমতি ৷ কড়া বিধিনিষেধ না মানলে লোকাল ট্রেনে ভিড়ের কারণে হিতে বিপরীত হতে পারে। তাই রাজ্য সরকারের সঙ্গে দ্রুত আলোচনা করতে চায় কেন্দ্র। আরপিএফ এদিন একটি নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে ট্রেনে চড়ার সময় কি কি করণীয়।

আরও পড়ুন তেলেঙ্গানায় বৃষ্টি বিপর্যয়, মৃত ৩০

সঠিকভাবে পরতে হবে মাস্ক।

মানতে হবে সামাজিক দূরত্ব।

কোনো করোনা আক্রান্ত ব্যক্তি ট্রেনে উঠতে পারবেন না। নিষেধ সত্ত্বেও যদি ট্রেনে ওঠেন তাদের ক্ষেত্রে শাস্তি কার্যকর হবে।

থুতু ফেলা যাবে না৷

মদ খেয়ে অসভ্যতা করলে এক মাসের জেল এবং আড়াইশো টাকার জরিমানা কথা বলা হয়েছে।

জাতীয় সুরক্ষা বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ৫ বছরের জেল ও জরিমানা হতে পারে।