TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সারাক্ষণ ডায়পার পরিয়ে রাখেন শিশুকে, কী ক্ষতি হচ্ছে জানেন?

বঙ্গ নিউস, ১০ অক্টোবর, ২০২০ঃ  আজকের যুগের মায়েদের কাছে ডায়পারের জনপ্রিয়তা এবং চাহিদা ব্যাপক। শিশুদের ডায়পার পরিয়ে নিশ্চিন্ত থাকেন মায়েরা। কিন্তু আপনি কি জানেন ডায়পার বাচ্চাদের জন্য কি পরিমান ক্ষতি করছে? ডায়পারে থাকা রাসায়নিক পদার্থ এবং সুগন্ধি বস্তু আপনার শিশুর ঢাকা অংশ কে প্রভাবিত করে যার ফলে ত্বকে এলার্জি চুলকানির মত নানা রকম রোগ বাসা বাঁধে।

আরও পড়ুন করোনা আবহে অনলাইনে পুজোর পোষাক, দুশ্চিন্তায় দোকান মালিকরা

দিল্লির একটি গবেষণা সংস্থার বিজ্ঞানীদের দাবি, ভারতের বাজারে শিশুদের জন্য যে সমস্ত ডায়পার বিক্রি হয় সেগুলোর মধ্যে ফ্যালেট জাতীয় এক ধরনের রাসায়নিক থাকে যা শিশুর স্বাস্থ্যের ওপর এর মারাত্মক প্রভাব ফেলে।

ভারতের বাজার শিশুদের জন্য ব্যবহৃত 2.36পিএমএম থেকে ৩০২.২৫ পিপিএম ফ্ল্যালেট নামক রাসায়নিক পদার্থের উপস্থিতির প্রমাণ মিলেছে। এই রাসায়নিক বাচ্চাদের রোমকূপের মাধ্যমে শরীরে প্রবেশ করে যা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীরা এই আশঙ্কার কথা জানিয়ে বলছেন, কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ডায়াপার তৈরির ব্যাপারে সরকারি বিধি নিষেধ জারি করা।