TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আসছে ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা

বইপ্রেমীদের জন্য সুখবর।  ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International kolkata Book Fair 2022) নির্ঘণ্ট জানাল রাজ্য সরকার৷  আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের পাশাপাশি জানুয়ারিতেই হবে বইমেলা।

৩১ জানুয়ারি  শুরু হবে বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনার কারণে ২০২১ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলা বন্ধ ছিল৷   প্রতিবছর বইমেলার দিকে তাকিয়ে থাকেন বই প্রেমীরা। এই কয়দিনের অপেক্ষায় থাকেন  প্ৰকাশকরাও।

২০২১ সালের বইমেলার থিমই থাকবে ২০২২ সালের বইমেলায়।  বইমেলার থিম ‘বাংলাদেশ’। প্রতিবছরই কোনও না কোনও দেশ বা জায়গাকে কেন্দ্র করে সেজে ওঠে বইমেলা। তবে করোনা আবহে  বইমেলার আয়োজন হলে কী কী বিধিনিষেধ থাকবে  সেই সম্পর্কে এখনই কোনও গাইডলাইন দেয়নি রাজ্য।

 

শিশুদের জন্য তৈরি ‘কর্বিভ্যাক্স’ ভ্যাকসিন, সফলতার দিকে আরও এক ধাপ

পাশাপাশি,  কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল আগামী ৭ জানুয়ারি থেকে চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা শিল্প সম্মেলন। করোনার ধাক্কা সামলে স্বাভাবিক হতে চলেছে রাজ্য৷