TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আদালতের নির্দেশে কাকসাঁয় বিসর্জনের রীতিতে ছেদ

বঙ্গ নিউস, ১৫ নভেম্বর, ২০২০ঃ  করোনা বাধা হয়ে দাঁড়াল কালীপুজোর বিসর্জন কার্নিভ্যালেও। প্রতিবছর পশ্চিম বর্ধমানের কাকসাঁয় ১৬ টি পারিবারিক পুজোর কার্নিভ্যাল হয় বনকাঠিতে। বহু বছর আগে এই নিরঞ্জনের রীতি শুরু হয়েছিল। বনকাটি এবং অযোধ্যা নামে দুটি গ্রামের ১৬ টি পারিবারিক কালীপ্রতিমার বিসর্জন হয় একই দিনে, একই সারিতে।

আরও পড়ুন VI এর আকর্ষণীয় অফার! Zomato থেকে খাবার কিনলে ২০০ টাকা ছাড়

প্রবীণদের কথায় এই রীতি শুরু হয়েছিল ১০০ বছর আগে। প্রায় ৫ হাজার মানুষ সেখানে জড়ো হন। সবশেষে ১৬ টি প্রতিমা দুই গ্রাম প্রদক্ষিণ করে নিরঞ্জনের পথে এগিয়ে যায়। কিন্তু করোনার কারণে চলতি বছরের শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে দীর্ঘ ১০০ বছরের রীতিতে এই প্রথমবার ছেদ পড়বে। জানা গিয়েছে এবার মন্দির থেকে সোজা পুকুরে নিয়ে যাওয়া হবে প্রতিমা।