Home বঙ্গ ৪৪ বছরের রীতিতে ছেদ, অনাড়ম্বর কুমারী পুজো কঙ্কালীতলায়

৪৪ বছরের রীতিতে ছেদ, অনাড়ম্বর কুমারী পুজো কঙ্কালীতলায়

by banganews

বোলপুর, ২৯ অক্টোবর, ২০২০ঃ  প্রতিবছর ত্রয়োদশ তিথিতে বোলপুরের কঙ্কালীতলায় কুমারী পুজো হয়। ৫ থেকে ১২ বছর বয়সী ৫১ জন কন্যাকে কুমারীরূপে পুজো করা হয়। বিগত ৪৪ বছর ধরে হয়ে আসছে এই পুজো। এই প্রথমবার এই রীতিতে ছেদ পড়ল। করোনা আবহে জমায়েত নিষিদ্ধ, ফলে নিয়মরক্ষার জন্য ঘট প্রতিস্থাপন করে এক জনকে প্রতীকীরুপে রেখে পুজো হল কঙ্কালীতলায়।

আরও পড়ুন আসন্ন কালীপুজোয় চালু হচ্ছে না দক্ষিণেশ্বর মেট্রো

আজকের ত্রয়োদশী তিথিতে কুমারীপুজোয় আনন্দে মেতে উঠতেন স্থানীয়রা। তবে এবার করোনার প্রকোপে সেই আনন্দে ভাটা পড়েছে। তবে স্থানীয়রা আশাবাদী যে আগামী বছর আবার পুরোনো রীতি মেনেই পুজো করতে পারবেন তাঁরা। করোনা আবহে চলতিবছরে দুর্গাপুজোও হয়েছে একাধিক নিয়ম মেনে।

You may also like

Leave a Reply!