TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আর টাকা চাই না, পদক জয়টাই শেষ কথা – পি ভি সিন্ধু

টাকার প্রয়োজন নেই, পদক জয় টাই উদ্দেশ্য। এমনটাই জানালেন পি ভি সিন্ধু। ফোর্বসের বিচারে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে ১৩ তম স্থানে তিনি।

বিশ্বের সেরা ক্রীড়াবিদদের সঙ্গে ফোবস এর তালিকায় সিন্ধুর নাম থাকায় তিনি খুব খুশি৷গত বছর ৫.৫ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছিলেন । তাই অর্থ এখন আর তার কাছে সব কিছু নয়। তিনি বলেন, অনেক অর্থ উপার্জন করেছি। “দেশের হয়ে পদক জয়টাই এখন আমার কাছে শেষ কথা।”

আরও পড়ুন হার মানলেন কাশ্মীরের করোনা যোদ্ধা চিকিৎসক আসরাফ মীর

টোকিও অলিম্পিকে পদক জয়ের জন্য প্রস্তুতি শুরু করেছিলেন তিনি।
ব্যাডমিন্টনে BWF World Tour Finals ও World Championship জয়ী একমাত্র ভারতীয়। অলিম্পিকে এর আগেও পদক জিতেছেন কিন্তু
এবার সোনা জয়ই তাঁর লক্ষ্য। এছাড়া আর কিছুই ভাবছেন না।

সিন্ধুর মা ও বাবা, দুজনেই ক্রীড়াবিদ। মা বাবার কথা উল্লেখ করে সিন্ধু বলেন, বাবা মা’র থেকে যে মূল্যবোধ তিনি পেয়েছেন সেটাই তাকে এগিয়ে নিয়ে যায়। তাই তার কাছে পদক জয়ের থেকে বড় কিছুই নেই।