TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করোনা টিকার, সাফল্য পেলেই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত হবে বিশ্ব।

দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজারে এসে দাঁড়িয়েছে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। সুস্থ হয়ে উঠেছেন ২১ লক্ষ মানুষ। করোনার প্রতিষেধক এখনও পর্যন্ত আবিস্কার হয়নি। কিন্তু বেশ কিছু দেশে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। এই টিকার পরীক্ষামূলক প্রয়োগে প্রথম দফায় সাফল্য পেয়েছে Cansino Biologies নামে একটি চিনা সংস্থা। বৃটিশ পত্রিকা ল্যানসেট এ এই চিনা সংস্থার করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল এর ফলাফল প্রকাশিত হয়। এই ফলাফলে নিজেদের সাফল্য দাবি করেছেন Cansino Biologies এর বিজ্ঞানীরা। প্রথম পর্যায় সাফল্যের পর এবার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা প্রস্তুতি শুরু করেছে এই চিনা সংস্থা। দ্বিতীয় দফার করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু হবে কানাডায়। দ্বিতীয় দফার পরীক্ষার জন্য ভ্যাঙ্কুবারের প্রিসিশন ন্যানোসিস্টেমের সাথে হাত মিলিয়েছে Cansino Biologies। ১৮ থেকে ৫৫ বছর বয়সী পর্যন্ত মোট ৫০০ জনের শরীরে এই টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার আগে টিকার ক্লিনিক্যাল পরীক্ষা হবে। ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী Cansino Biologies এর বিজ্ঞানীরা ১০৮ জন স্বেচ্ছাসেবক দের তিনটি দলে ভাগ করে পরীক্ষা করেন। প্রতিটি দলকে আলাদা আলাদা ডোজের টিকা দেন। এই পরীক্ষার ২৮ দিন পরেও সেই ১০৮ জনের শরীরে কোনো বিরুপ পতিক্রিয়া লক্ষ করা যায়নি। এরপরেই দ্বিতীয় দফায় ৫০৮ জনের ওপর এই পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরীক্ষার ফলাফলের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজ্ঞানীরা।