TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সেপ্টেম্বরের মধ্যেই ৩০ কোটি ভারতীয়কে টিকা, দাবি হর্ষ বর্ধনের

বঙ্গ নিউস, ২৩ নভেম্বর, ২০২০ঃ আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই ৩০ কোটি ভারতীয়কে করোনা টিকা দেওয়া সম্ভব হবে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন সারা বিশ্বে অন্তত ২৫০ টি সম্ভাব্য টিকা নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে ৫ টি সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ভারতে। ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যেই করোনা টিকা ভারতের হাতে চলে আসবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে তিনি এও জানিয়েছেন টিকার কার্যকারিতা ও রোগীর নিরাপত্তাকে গুরত্ব দিয়েই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে সাগর দত্ত মেডিক্যাল কলেজের নাম নেই, সুযোগ হাতছাড়া

করোনা টিকা ভারতের বাজারে এলে কে প্রথমে পাবে সেকথাও স্পষ্ট করেছেন হর্ষ বর্ধন। তাঁর কথায় প্রথম অগ্রাধিকার পাবেন করোনা যোদ্ধারা। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী ও পুলিশ থাকবে এই তালিকায়। এরপরে দ্বিতীয় দফায় পঞ্চাশের উপরে বয়স এবং কোমর্বিডিটি আছে এমন ব্যাক্তি এই টিকা পাবে। ইতিমধ্যেই ভারতে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন স্পুটনিক ভি এর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর নভেম্বরের শেষে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হবে আর ডিসেম্বরের শেষের দিকে তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।