Home কলকাতা দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে সাগর দত্ত মেডিক্যাল কলেজের নাম নেই, সুযোগ হাতছাড়া

দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে সাগর দত্ত মেডিক্যাল কলেজের নাম নেই, সুযোগ হাতছাড়া

by banganews

কলকাতা, ২৩ নভেম্বর, ২০২০ঃ নভেম্বরের মধ্যেই শেষ হবে রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি এর ট্রায়াল। সারাদেশে ছটির বেশি শহরের নির্বাচিত হাসপাতালগুলির মধ্যে রাজ্যের সাগর দত্ত মেডিক্যাল কলেজও নির্বাচিত হয়েছিল। কিন্তু স্বাস্থ্যভবনের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় সাগর দত্ত মেডিক্যালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল হবে না। ১২ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত হয় সাগর দত্ত হাসপাতালে। কিন্তু সূত্রের খবর স্বাস্থ্যভবনের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না। ফলে দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সুযোগ হাতছাড়া হতে চলেছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের।

আরও পড়ুন জগদ্ধাত্রী পুজোতেও প্রবেশ নিষেধ বেলুড়মঠে

তবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সাগর দত্ত মেডিক্যাল সহ পিয়ারলেস ও মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর ডিসেম্বরের শেষের দিকে স্পুটনিক ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। এখন দেখার সেই ট্রায়ালে রাজ্যের হাসপাতাল সুযোগ পায় কিনা, তবে এক স্বাস্থ্যকর্তার মতে সবদিক বিবেচনা খুব শীঘ্রই ছাড়পত্র দেওয়া হবে।

You may also like

Leave a Reply!