TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

 অনলাইনে মদ বিক্রি করতে পশ্চিমবঙ্গ সাহায্য নেবে বেসরকারী সংস্থার

অনলাইনে মদ বিক্রি করতে পশ্চিমবঙ্গ সরকারের পানীয় নিয়ম লিমিটেড (WBSBCL) এর সঙ্গে সহযোগী হিসেবে সম্ভবত কাজ করবে একটি বেসরকারি সংস্থা ও স্টার্টআপ। বুধবার অর্থাৎ আজ এ বিষয়ে দরপত্র আহবানের আগে সংশ্লিষ্ট বিষয় নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়ে গেছে।অ্যালকোহল জাতীয় পানীয় যাতে অনলাইন বিক্রি অর্থাৎ হোম ডেলিভারি করতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট ওই নিগমের সঙ্গে অনেকেই যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। করোনা সংক্রমণ রোধ করতে মদের দোকানে গ্রাহকদের ভিড় আটকাতে চালু হয়েছে নানান সামাজিক নিরাপত্তা বিধি।

আরো পড়ুন –আনারসের ভেতর বাজি পুরে খাইয়ে একটি হাতিকে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

তাই আগে থেকেই মদের খুচরো বিক্রি ও হোম ডেলিভারি চালু করতে অফশপ গুলোর তালিকা প্রস্তুত করে ফেলেছে এই নিগম। এব্যাপারে ইতিমধ্যেই এই মর্মে এক নোটিশে নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে যে,’লিকার হোম ডেলিভারি পরিষেবা ভালোভাবে কার্যকর করে তুলতে নিগমের তরফে স্টাফসহ আগ্রহী প্রতিষ্ঠা যাদের অনলাইনে অ্যালকোহল জাতীয় পণ্য লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কিনে হোম ডেলিভারির অভিজ্ঞতা রয়েছে তাদের কাছে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে’। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ জুন।প্রসঙ্গত এর আগে অবশ্য সুপ্রিম কোর্ট এক নির্দেশে রাজ্য সরকার গুলিকে সরাসরি সংস্পর্শ এড়িয়ে অনলাইন অর্ডারের ভিত্তিতে মদের হোম ডেলিভারি অর্থাৎ অনলাইন পদ্ধতি চালু করার পরামর্শ দিয়েছিল।