TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ঈশ্বর প্রদত্ত প্রতিভার অধিকারী অন্ধ বালিকা সুরমুগ্ধ করল সবাইকে

প্রতিটা মানুষ পৃথিবীর রূপ-রস-গন্ধ-বর্ণ অনুভবের জন্য সজাগ ইন্দ্রিয় নিয়ে জন্মগ্রহণ করে।  আমরা যারা বাইরের পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি তারা কোনদিনও অনুভব করতে পারিনা এই দৃশ্যসুখ থেকে বঞ্চিতদের কষ্ট। জীবনভর তাদের এই না পারাগুলো তাদেরকে এই সমাজ থেকে বিচ্যুত করে রাখে অনেক সময়। এত বাধা সত্ত্বেও নিজের সমস্ত অক্ষমতাকে স্বীকার করে এরকম বহু ‘স্পেশাল চাইল্ড’ আজকের দিনে লড়ে চলেছে নিজেদের প্রমাণ করার জন্য। এরকমই এক দৃষ্টিক্ষমতাহীন মেয়ের গল্প আজ ভাগ করে নেবার পালা।
আরও পড়ুন : উদ্বোধন হল দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্ক
মেয়েটির নাম শাহানা, যার দুই স্তরের কিবোর্ডে তৈরি সিন্থেসাইজার বাজানোর দৃশ্য সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে শাহানা অদ্ভুত নির্লিপ্ততায় বাজিয়ে চলেছে এ.আর. রহমানের তামিল গান ‘থুম্বি থ্যুলালে’র সুর। অকল্পনীয় উদাসীনতায় ইন্সট্রুমেন্টাল সুরের মূর্ছনায় শাহানা মন জয় করে নেয় নেটিজেনদের। সে নিজের স্বতন্ত্র অভিব্যক্তিবহুল কণ্ঠস্বরের জন্য বিখ্যাত হয়েছিল সারেগামাপা লিটল চ্যাম্পসে ২০১৮ সালে। কেবলমাত্র সাধারণ শ্রোতাই নয়, তার গানের গুণমুগ্ধ হয়েছে সুরকার স্বয়ং। দেশের  এই অস্থির সময়ে মানুষের জীবন যখন দুর্বিষহ তখন এমনই কোন আশ্চর্য সুর যেন আমাদের জীবনে এনে দেয় আশার আলো।