TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার দেশের সব জায়গায় ফ্রি Wi Fi

বঙ্গ নিউস, ১১ ডিসেম্বর, ২০২০ঃ  প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ক্যাবিনেটে ঘোষণা করা হয়েছে যে এবার থেকে দেশের সমস্ত জায়গায় ফ্রি ওয়াইফাই পাওয়া যাবে। এর নাম পিএম বাণী ( PM WANI)
পি এম ওয়াই ফাই নেটওয়ার্ক ইন্টারফেস চলে এসেছে। ভারতের ১৩০ কোটি মানুষ এবার ফ্রি ওয়াইফাই এর সুবিধা পাবেন।

আরও পড়ুন কৃষি আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কৃষকরা, পাল্টা মামলা দিল্লি পুলিশেরও

ডিজিটাল ইন্ডিয়ায় দেশের বিপুল সংখ্যক মানুষ ডিজিটাল পরিষেবা গ্রহণ করুক তা তিনি চেয়েছিলেন।প্রথমে একটা পাবলিক ডেটা অফিস খোলা হবে। এর জন্য কোন রেজিস্ট্রেশন করতে হবে না এবং কোন টাকাও লাগবেনা।

শুধু পিডিও একাউন্ট দেখালেই মিলবে ফ্রি ওয়াইফাই। প্রসঙ্গত লাক্ষাদ্বীপের পর্যটন কে দেখানোর জন্য লাক্ষাদ্বীপ আর্টিফিশিয়াল কানেক্টিভিটির জন্য 1072 কটি জমা হয়েছে ওই ক্যাবিনেটে৷