Home কলকাতা আজ থেকে খুলল সিনেমা হল, মানতে হবে এইসব গাইডলাইন

আজ থেকে খুলল সিনেমা হল, মানতে হবে এইসব গাইডলাইন

by banganews

কলকাতা, ১৫ অক্টোবর, ২০২০ঃ আজ বৃহস্পতিবার 15 ই অক্টোবর থেকে কেন্দ্রের দেওয়া গাইডলাইন অনুযায়ী দেশের সর্বত্র খুলে যাচ্ছে সিনেমা হল। করোনা সংক্রমণের জন্য গত সাত মাস বন্ধ ছিল সিনেমা হল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সিনেমা হল খুলতে বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। সেগুলি হল –

আরও পড়ুন খুলছে সিনেমা হল, কোন ছবি আসছে?

• সিনেমা হল চত্বরে দূরত্ববিধি মানতে হবে৷
• সিনেমা হলে ঢোকা ও বেরোনোর জায়গায় টাচ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে
• অসুস্থ হলে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য কিংবা জেলার হেল্পলাইনে জানাতে হবে
• কোথাও থুতু ফেলা যাবে না
• সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে
• সিনেমা হলের কর্মী ও দর্শকদের থার্মাল স্ক্রীনিং করতে হবে
• যাদের কোনো উপসর্গ নেই একমাত্র তাদেরকেই হলে ঢুকতে দেওয়া যাবে।
• সিনেমা থিয়েটার এর বসার জায়গায় 50 শতাংশের বেশি জায়সা বসার জন্য ব্যবহার করা যাবে না। যেসব আসনে বসা যাবে না তা আগে থেকেই বুকিং করে দিতে হবে।
• মানুষের সংখ্যা নির্দিষ্ট করে দিতে হবে যাতে পর্যাপ্ত শারীরিক দূরত্ব বজায় রাখা যায়
• টিকিট বুকিং এর সময় দর্শকদের ফোন নম্বর নিয়ে রাখতে হবে কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য
• টিকিট কাউন্টার খোলা রাখতে হবে যাতে পর্যাপ্ত শারীরিক দূরত্ব বজায় রাখা যায় তা নিশ্চিত করতে হবে৷
• গোটা সিনেমা হল ভাল করে স্যানিটাইজ করতে হবে
• নিয়ম করে খাবার জায়গা ও টয়লেট পরিষ্কার করতে হবে।
• কর্মীদের অবশ্যই মাস্ক পরতে হবে। বয়স্ক ও অন্তসত্ত্বা কর্মীদের প্রতি বাড়তি নজর দিতে হবে।
• কর্মীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে
• খাবার জায়গায় ভিড় যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। প্যাকেটবন্দি খাবার রাখা যেতে পারে।

You may also like

Leave a Reply!