দিল্লি, ১১ ডিসেম্বর, ২০২০ঃ কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা এখনও অব্যাহত। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠন। কেন্দ্রের সঙ্গে ৬ দফা বৈঠকের পরেও মেলেনি কোনো সমাধান সূত্র। এবার কৃষি আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কৃষকদের একটি সংগঠন। যদিও ইতিমধ্যেই তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ছয়টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। অন্যদিকে সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক দূরত্ববিধি লঙ্ঘনের অভিযোগে কৃষকদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়ের করছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন এবার বিশ্বসেরা সোনু সুদ
কেন্দ্রের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল কৃষি আইনে সংশোধন করা হবে। কিন্তু এই আইন বাতিলের দাবিতে অনড় থাকে কৃষকরা। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে আইন বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেয় কৃষকরা। প্রয়োজনে সারা দেশ জুড়ে রেল রোকো অভিযান করবে বলে হুঁশিয়ারি দেয় কৃষকরা। তবে এই চরমপন্থার মধ্যেও আইনি পথ খোলা রাখছে ভারতীয় কিষাণ ইউনিয়ন। গতকাল তারা জানিয়েছেন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে শীর্ষ আদালতে মামলা করা হবে। এদিকে দিল্লি পুলিশ আলিপুর থানায় সামাজিক দূরত্ববিধি না মানার অভিযোগে কৃষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এনিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে অনেক রাজনৈতিক সমাবেশে সামাজিক দূরত্ব মানা হয় না। তখন পুলিশ নিশ্চুপ থাকে তবে কি কেন্দ্রের নির্দেশেই এই মামলা দায়ের হয়েছে।