TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে স্থানীয়রা

ফের রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক ছড়াল ঝড়খালিতে। সুন্দরবনে লোকালয়ে বাঘের উপদ্রব হামেশাই শোনা যায়। এবার ঝড়খালির ত্রিদিবনগরে বাঘের আতঙ্কে কাঁটা স্থানীয়রা। সকালে মাছ ধরতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায় মৎসজীবিরা। পায়ের ছাপটি সুন্দরবনের আতঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে কি নদী পেরিয়ে লোকালয়ে ফের ঢুকেছে বাঘ। ঝড়খালির ত্রিদিবনগরে এলাকায় ফের ছড়িয়ে পড়ল বাঘের আতঙ্ক। এলাকা ঘিরে রেখেছেন বনকর্মীরা। আজ মাতলা নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ নজরে পড়ে মৎস্যজীবীদের। তাঁরা সঙ্গে সঙ্গে খবর পাঠান বনদপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।

বীরভূমের দুবরাজপুরে উদ্ধার ৩৫টি তাজা বোমা

পায়ের ছাপগুলি খতিয়ে দেখে তাঁরা নিশ্চিত করেন যে তা রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাথমিকভাবে বনকর্মীদের অনুমান, বাঘটি মঙ্গলবার রাতে মাতলা নদী পেরিয়ে হেড়োভাঙা জঙ্গলে ঢুকেছিল। তারপর লোকালয়ের দিকে চলে আসে। আরও খানিকটা এলাকা পরীক্ষা করে অন্য এক জায়গাতেও পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরা। তাতে অনুমান, বাঘটি ফের নদী পেরিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে।