TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রেস্তোরাঁর দরজা ভেঙে ঢুকে ভাত ফুটিয়ে খেল ৫ ক্ষুধার্ত, অভিযোগ জানায়নি দোকান মালিক

সারা দেশ জুড়ে লকডাউন জারি রয়েছে করোনা প্রকোপে। এই লকডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে। লকডাউনে হাতে কাজ নেই, আয়ের রাস্তাও বন্ধ। বিশেষ করে যারা রাজ্যের বাইরে রয়েছে তাঁদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুবেলা দুমঠো অন্ন। দফায় দফায় লকডাউন চলাতে জমানো টাকাও প্রায় শেষের পথে আর শুকনো খাবার যা ছিল তাও শেষের পথে, এই পরিস্থিতিতে কয়েকজন যুবক একটি হোটেলের সাটার ভেঙ্গে আলু সেদ্ধ রান্না করে খেয়েছে। তবে তাঁদের নামে কোনো অভিযোগ দায়ের করেনি হোটেল মালিক। চারিদিকে এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে করোনা আবহে। এই অবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়।

এই পরিস্থিতিতে গুজরাতের জুনাগড়ের বৈভবচকের গজানন্দ পরোটা হাউসের শাটার ভেঙ্গে একদল যুবক ভেতরে প্রবেশ করে। তবে কিছু চুরি করেনি তারা। কিছু আলু সেদ্ধ করে ও ভাত রান্না করে খেয়েছে ওই যুবকের দল। এই ঘটনা পরেরদিন প্রকাশ্যে আসে, হোটেল মালিক এসে দেখে তাঁর দোকানের শাটার খোলা কিন্তু কিছু চুরি যায়নি। সমস্ত বাসন ধোয়া রয়েছে আর আগের জায়গাতেই রয়েছে। পরিস্কার করে গুছানো রয়েছে হোটেল। এই ঘটনায় কারুর নামে পুলিশে অভিযোগ দায়ের করেনি ওই পরোটা হাউসের মালিক।