Home দেশ ফের লকডাউনে রাজি নন কেজরিওয়াল

ফের লকডাউনে রাজি নন কেজরিওয়াল

by banganews

দিল্লি, ১৭ নভেম্বর, ২০২০ঃ কোভিড হটস্পট হয়ে উঠছে দিল্লি। সংক্রমণের নিরিখে গত ১০ দিনে শীর্ষে রয়েছে দিল্লি। গতকালও  প্রতি ঘন্টায় চার থেকে পাঁচ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে ফের লকডাউনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তবে সেই পথে হাঁটতে নারাজ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে গতকাল কেজরীবালের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে প্রস্তাব দেওয়া হয় নতুন করে লকডাউনের কথা ভাবতে পারে দিল্লি সরকার, এনিয়ে কেন্দ্রের কোনো আপত্তি নেই। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় কেজরিওয়ালের সরকার।

আরও পড়ুন ভারতবর্ষ আমার কাছে সবসময় আলাদা জায়গা রাখে – ওবামা

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন নতুন করে লকডাউনের কোনো প্রশ্নই নেই। এর থেকে কিছু বিধিনিষেধ মেনে চললেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দিল্লির সরকার সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়েছে। গত ১ নভেম্বর কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল ৩৩৫৯, বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৪৩০। দীর্ঘ লকডাউনে ব্যবসার যে ক্ষতি হয়েছে, আবার সেই পথে হেঁটে ব্যবসায়ীদের চটাতে নারাজ কেজরিওয়াল। এছাড়াও লকডাউন হলে নতুন করে চাকরি হারানোর পরিস্থিতি তৈরি হবে। দিল্লির পরিস্থিতি উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। বিশেষ করে দীপাবলীতে বাজিবিহীন রাখতে ব্যর্থ হয়েছে দিল্লি সরকার। সেই কারণে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কেজরিওয়ালের দাবি গত সপ্তাহে সাত হাজারের কাছাকাছি সংক্রমণ ছিল, যা এসপ্তাহে অর্ধেক হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ডিআরডিও ভবনে করোনা রোগীদের চিকিৎসার জন্য ৭৫০টি আইসিইউ শয্যার ব্যবস্থা করা হচ্ছে। বাড়ানো হচ্ছে অক্সিজেনযুক্ত শয্যার সংখ্যাও।

You may also like

Leave a Reply!