TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

২৬/১১-এ জীবন দিয়ে দেশ বাঁচিয়েছিলেন পাঁচ নায়ক

মুম্বই, ২৬ নভেম্বর, ২০২০ঃ আজ ২৬/১১, ১২ বছর আগে ২০০৮ সালে জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই। আজ একযুগ পেরিয়ে সেই স্মৃতি মনে পড়লে আজও শিউরে উঠতে হয়। টানা চার দিন ধরে হামলা চালিয়ে ১৭০ জন নিরীহ মানুষের প্রাণ নিয়েছিল জঙ্গিরা। পাকিস্তানের আরব সাগর পেরিয়ে ১০ জঙ্গি ঢুকেছিল মুম্বইতে। তাজ হোটেল থেকে শিবাজী বাস টার্মিনাস , কামা হাসপাতাল সব জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই জঙ্গিরা। নির্মমভাবে হত্যা করেছিল ভারতীয়দের।

আরও পড়ুন মানবিকতার নজির, চোদ্দ পদের উপহার করোনাজয়ীদের

পাঁচ পুলিশকর্মী যারা নিজেদের জীবনের বিনিময় দেশকে রক্ষা করেছিল। হেমন্ত করকারে, তুকারাম ওম্বলে, অশোক কামতে, বিজয় সালাসকার, মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন এই পাঁচ জন হলেন মুম্বই রক্ষার নায়ক। জাতীয় সুরক্ষা গার্ডের কম্যান্ডো মেজর সন্দীপ উন্নিকৃষ্ণান। তাজ হোটেলের কাছে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তিনি শহীদ হন। বিজয় সালাসকার মুম্বই পুলিশের এনকাউন্টার বিশেষজ্ঞ যিনি কামা হাসপাতালের সামনে এটিএসের চিফ হেমন্ত করকারে এবং অশোক কামতের সঙ্গে উপস্থিত ছিলেন। কামা হাসপাতালের বাইরে জঙ্গি ইসমাইল খান তাদের উপর নির্বিচারে গুলি চালায়। তাঁদের মাথায় গুলি লাগলেও শেষ গুলিতে জঙ্গি নিধন করেই শহিদ হন এই তিনজন। মুম্বই হামলায় জীবিত অবস্থায় ধরা পরে জঙ্গি আজমল কাসভ যাকে ধরেছিলেন মুম্বই পুলিশের এএসআই তুকারাম ওম্বলে। কাসাব ওম্বলেকে লক্ষ করে গুলি ছুড়লে তিনি শহীদ হন। ২০১২ সালের ২১ শে নভেম্বর ফাঁসি দেওয়া হয় কাসভকে।