কলকাতা, ২৬ নভেম্বর, ২০২০ঃ শহর জুড়ে যেখানে করোনা আক্রান্তদের প্রতি অমানবিক আচরণ লক্ষ করা যাচ্ছিল সেখানে মানবিকতার নজির গড়লেন দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাপ্পাদিত্য দাশগুপ্ত। সাবান, হরলিক্স, গ্লুকোন ডি থেকে স্যানিটাইজার কর্নফ্লেক্স, চ্যবনপ্রাশ এইসব সামগ্রী নিজে দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছেন ওয়ার্ডের করোনা রোগীদের বাড়িতে। ১০১ নম্বর ওয়ার্ডে ১৩৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন সন্তানদের না দেখার হাহাকার নিয়েই বিদায় মারাদোনার
প্রত্যেকের বাড়িতে গিয়ে দিয়ে এসছেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ওই ওয়ার্ডে মারা গিয়েছেন ৩৬ জন। স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন এটা পাড়া নয়, এটা যৌথ পরিবার। যখন করোনার নাম শুনলেই কলকাতার অলিগলিতে সামাজিক বয়কটের কথা শোনা গেছে ঠিক তখনই কলকাতার পাটুলি সংলগ্ন ১০১ নম্বর ওয়ার্ডে বাপ্পাদিত্য বুঝিয়ে দিয়েছেন এই সময় মানুষের পাশে থাকাটাই জরুরী। পুজো পাগল বাপ্পাদিত্য দাশগুপ্ত উৎসবের মরশুমেও মানুষের পাশে থাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন। সম্প্রতি বাপ্পাদিত্যর ওয়ার্ডে দুই পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের ২৪ ঘন্টা খোঁজ নিয়েছেন তিনি। নিজেই সংবর্ধিত করেছেন করোনাজয়ী আধিকারিক ও সার্জেন্টকে। ওয়ার্ডের সকলের প্রতি তাঁর বার্তা, “আমি আছি আপনাদের পাশে। চিন্তা করবেন না।” এমন এক অসহায় সময়ে দুঃখ-কষ্ট ভাগ করে ‘কাছের মানুষ’ হয়ে উঠেছেন বাপ্পাদিত্য।