TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভ্যাকসিন নিলেন ফিরহাদ হাকিম, ভারতীয় টিকাতেই আস্থা পুরমন্ত্রীর

কলকাতা, ২ ডিসেম্বর, ২০২০ঃ আজ নাইসেডে গিয়ে ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন নিলেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম। সেই সঙ্গে কলকাতায় কো-ভ্যাকসিন ট্রায়ালের শুভারম্ভ হয়ে গেল। গত সপ্তাহে ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন কলকাতার নাইসেডে এসে পৌঁছায়। স্বেচ্ছাসেবক হিসাবে ফিরহাদ হাকিমকে আহ্বান জানানো হলে তিনি এক কথায় রাজি হয়ে যান।

আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ভয় পেয়েছে বিজেপি, দিলীপকে বিঁধলেন ফিরহাদ হাকিম

আজ বিকেলে নাইসেডে পৌঁছে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে স্বাগত জানান নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। এরপর সম্মতিপত্রে সই করেন ফিরহাদ হাকিম। পরীক্ষামূলক ভাবে কোভ্যাকসিন প্রয়োগ করা হয় তাঁর উপর। টিকা প্রয়োগের পরই ফিরহাদ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় জনতার জন্য কাজ করতে বলেন। সেই জন্যই মানুষের জন্য এগিয়ে আসা। এতে যদি আমার প্রাণও যায়, তাও অসুবিধা নেই।” একইসঙ্গে জানান, অক্সফোর্ড এবং বায়োটেকের মধ্যে কোন টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য তিনি রাজি হতেন? এক মুহূর্ত না ভেবেই জানান, “বায়োটেকই নিতাম। কারণ দেশের বিজ্ঞানীদের উপর পূর্ণ বিশ্বাস রয়েছে। আমাদের টিকার উপরও আস্থা আছে।”