বঙ্গ নিউস, ২ ডিসেম্বর, ২০২০ঃ লক্ষ্য ২০২১ এর বিধানসভা ভোট। গত লোকসভা ভোটে জঙ্গলমহলে তুলনামূলক খারাপ ফল করেছিল রাজ্যের শাসক দল। এবার বিধানসভা ভোটের আগে জঙ্গলমহল কে বেশি গুরত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। কয়েকদিন আগেই জেলা সফরসূচীতে বাঁকুড়া গিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে তিনি যে শুধু কথায় নয় কাজে করে দেখান তা বারবার প্রমাণ হয়েছে। এবারও তার অন্যথা হলনা। ঘোষণা করেছিলেন দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের। গতকাল থেকেই কাজ শুরু হয়েগেছে পুরোদমে। সারা রাজ্যের ২০ হাজার ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের প্রতিটি পরিবারই স্বাস্থ্যসাথী কার্ড পাবে। সেই কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে।
আরও পড়ুন ভুয়ো মেল সম্পর্কে সতর্ক করল এসবিআই
স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপির রাজ্য সভাপতি বলেছেন ভোটের আগে এগুলো একটি নির্বাচনী স্টান্ট। এর সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ, দুয়ারে সরকার যদি দলের প্রচার হয় তাহলে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এই ইস্যুতে পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন এই কর্মসূচিকে ভয় পাচ্ছে বিজেপি। বিজেপি শুধু প্রতিশ্রুতি দিতে পারে, আর তৃণমূল মানুষের স্বার্থে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত প্রকল্পের এত জনপ্রিয়তা দেখেই বিজেপি ভয় পেয়েছে। কলকাতার পুরসভার মুখ্য প্রশাসক আরও জানিয়েছেন রাজ্যের মানুষের কাছে স্বাস্থ্যসাথী অনেক বেশি গুরত্বপূর্ণ। কন্যাশ্রী থেকে যুবশ্রী , রাজ্য সরকারের মোট ১২ টি প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে, প্রত্যেকের অভাব অভিযোগ শুনতে ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচি। আজ দ্বিতীয় দিনে ভালোই সাড়া মিলেছে এই কর্মসূচির।