Home কলকাতা কলকাতার প্রথম স্বেচ্ছাসেবক ফিরহাদ হাকিম, কবে কোথায় টিকা নেবেন নিজেই জানালেন

কলকাতার প্রথম স্বেচ্ছাসেবক ফিরহাদ হাকিম, কবে কোথায় টিকা নেবেন নিজেই জানালেন

by banganews

কলকাতা, ৩০ নভেম্বর, ২০২০ঃ দেশের ২৮ টি সংস্থা করোনা ভ্যাকসিন ট্রায়ালের দায়িত্ব পেয়েছে। এর মধ্যে নাইসেড অন্যতম। নাইসেডের অধিকর্তা স্বেচ্ছাসেবকের জন্য কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কে আহ্বান জানিয়েছেন। এককথায় রাজিও হয়ে গেছেন তিনি। এবার তিনি নিজেই জানিয়ে দিলেন কবে কোথায় দেওয়া হবে টিকা। আজ ফিরহাদ হাকিম জানিয়েছেন আগামী ২ ডিসেম্বর বিকেল ৪ টেয় নাইসেডে করোনা ভ্যাকসিন নেবেন তিনি। ডিসেম্বরেই কো-ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে। গোটা দেশে ২৫ হাজারেরও বেশি মানুষের উপর টিকা প্রয়োগ করা হবে। এর মধ্যে বাংলার ১ হাজার জন রয়েছেন। বুধবার তারই সূচনা করবেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন চৈতন‍্যপুরে প্রাক্তন শিক্ষিকার গলা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য

ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে ১ হাজার টিকা। প্রথমে সিনিয়ার সিটিজেন দের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। ফিরহাদ হাকিমের কোমর্বিটিডি না থাকায় তাঁর উপরে প্রথম প্রয়োগ করা হবে কো-ভ্যাকসিন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমও সাফ জানিয়ে দিয়েছেন “মারণ এই করোনা ভাইরাস বহু মানুষের প্রাণ কেড়েছে। তাই এর সমাধান সূত্র বের করতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, আমি তাতেও রাজি। মানুষকে এভাবেও তো সেবা করা যায়।”

You may also like

Leave a Reply!