Home কলকাতা আজ থেকে শুরু হচ্ছে কো-ভ্যাকসিনের ট্রায়াল

আজ থেকে শুরু হচ্ছে কো-ভ্যাকসিনের ট্রায়াল

by banganews

কলকাতা, ২ ডিসেম্বর, ২০২০ঃ নাইসেডের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে কো-ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল। বাংলা থেকে এক হাজার জনকে এই ট্রায়াল দেওয়া হবে। স্বেচ্ছাসেবক হিসাবে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে আহ্বান জানানো হয়েছে। তিনিও রাজি আছেন এই ট্রায়াল নিতে। একসপ্তাহ আগে নাইসেডে এসে পৌঁছেছে ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। সারা দেশে মোট ২৫৮০০ জনের শরীরে প্রয়োগ করা হবে এই টিকা। এর মধ্যে বাংলা থেকে রয়েছে ১০০০ জন।

আরও পড়ুন বিশ্বে প্রথম ভ্যাকসিন পাচ্ছে ব্রিটেন

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে বানানো হয়েছে কো-ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত জানিয়েছেন এটি তৃতীয় পর্যায়ের ট্রায়াল এবং খুবই গুরত্বপূর্ণ এই ট্রায়াল। এর ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। ভারত বায়োটেকের তৈরি এই কো-ভ্যাকসিন ট্রায়ালের বরাত পেয়েছে ২৪ টি সংস্থা যার মধ্যে নাইসেডও রয়েছে। আজই ট্রায়াল চালু করছে নাইসেড। স্বেচ্ছাসেবক হিসাবে থাকছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম।

You may also like

Leave a Reply!