TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জেনে নিন কতক্ষণ পরপর চলবে মেট্রো

কলকাতা, ৬ সেপ্টেম্বর, ২০২০ঃ করোনা পরিস্থিতিতে মেট্রোর যাত্রীসংখ্যা আগের মতন নাও হতে পারে৷ তাই খুব বেশি মেট্রো চালাতে রাজি নয় কর্তৃপক্ষ। ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর এবং বাদবাকি সময় ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল।

আরও পড়ুন মহাশূন্যে প্রাণের খোঁজে বড়সড় পদক্ষেপ জাপানের

সকাল ৯টা থেকে ১১.৩০ এবং বিকেল ৪টে ৩০ থেকে সন্ধে ৭টা পর্যন্ত ব্যস্ত সময়৷ তাই এইসময়ে আপ এবং ডাউনলাইনে মেট্রো চলবে ১০ মিনিট পরপর। কিন্তু সকাল ৮ টা থেকে ৯টা, ১১টা ৩০ থেকে ৪ টে ৩০ অবধি এবং সন্ধ্যে ৭টা থেকে ৮টা অবধি ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো।

সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৮ টা অবধি এই ১২ ঘন্টা মেট্রোরেল চলবে৷ মেট্রো যাত্রীদের প্রশ্ন, ১৫ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা পরিষেবা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরও বেশি যাত্রী যাতে ভিড় এড়িয়ে যেতে পারেন সে কথা ভেবে দুই ট্রেনের ব্যবধান পাঁচ বা সাত মিনিট করা হল না কেন?

কর্তৃপক্ষের বক্তব্য, করোনা পরিস্থিতিতে কর্মীসংকট চলছে। এই পরিস্থিতিতে যাত্রী হবে না আগের মতন৷ তাই যতটা কম সম্ভব ট্রেন চালাতে চাইছে কর্তৃপক্ষ। পরে অবস্থা বুঝে ধীরে ধীরে মেট্রো বাড়বে৷

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর নিটের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা দেওয়া হবে৷ ১৪ সেপ্টেম্বর থেকে চালু হবে মেট্রো।
যাত্রীদের কাছে সিট বুকিংয়ের লিংক পাঠানো হবে মেট্রোর নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ এবং রাজ্য পরিবহণ দপ্তরের ‘পথদিশা’ অ্যাপ এর মাধ্যমে৷

আরও পড়ুন স্রেফ জলে গেল ট্রাম্পের নৌ প্রচার

রাত ৮টার পর পরেরদিনের টিকিট কাটার জন্য একটি নির্দিষ্ট লিংকের মাধ্যমে ই-পাস দেওয়া হবে। ওই লিংকে ক্লিক করে যাত্রীকে নিজের নাম, পরিচয়, যাত্রার সময় এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে তিনি যেতে চান, তা জানাতে হবে। তাহলে ই-পাস একটি QR কোড পাঠানো হবে সেই যাত্রীর মোবাইলে। ওই কোডের রং দেখেই বোঝা যাবে সেই যাত্রীর কাছে মেট্রোযাত্রার বৈধ অনুমতি রয়েছে কি না। কোন সময়ে কী রঙের কিউ আর কোড দেওয়া হবে, তা নির্দিষ্ট ‘স্লট’ শুরু হওয়ার আগে প্রবেশপথের রক্ষীদের জানানো হবে। ১২ ঘণ্টার জন্য ১২টি রং থাকবে৷