TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মুখের মধ্যেই ধ্বংস হবে করোনা ?

করোনা আটকে দিতে সক্ষম হচ্ছে একটি মাউথ স্প্রে। মুখের ভেতরেই নিকেশ করে ফেলছে এই মারণ ভাইরাসকে। অন্তত ৯৮ শতাংশ ক্ষেত্রে ফল পাওয়া যাচ্ছে। এমনটাই জানাল সুইডেন।
সুইডিশ সংস্থা এনজিমাটিকার মাউথ স্প্রে হল কোল্ডজাইম। সাধারণত ঠান্ডা লাগা বা জ্বর ইত্যাদিতে এই স্প্রে ব্যবহার করা হয়। তবে এই স্প্রে এবার করোনার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী হয়ে উঠছে।

আরও পড়ুন ফের করোনার শিকার তৃণমূল বিধায়ক : আক্রান্ত উদয়ন গুহ

সুইডিশ সংস্থার তরফে কোল্ডজাইমের ইন ভিট্রো ট্রায়াল চালানো হয়েছিল। তাতে আশানুরূপ সাফল্য দেখা গেছে বলে খবর।
অনেক সময়েই চিকিৎসকরা নানা ধরনের মাউথওয়াশ ব্যবহার করতে বলেন জীবানুনাশক হিসেবে। ট্রায়ালে দেখা যায় কোভিড এবং আরও অন্য বেশকিছু ভাইরাসকে মুখেই নাশ করতে পারে এই ওষুধ।

আরও পড়ুন সোনার দাম রেকর্ড ৫০ হাজার, রুপো ৬০ হাজার টাকা কেজি 

বিজ্ঞানীরা বলছেন, লোকাল লেভেলে এই সংক্রমণ আটকে দিতে পারলে বিরাট ঝক্কি বাঁচে। রোগীর প্রাণের ঝুঁকি থাকে না চিকিৎসার খরচও বেঁচে যায়। এখানেই এই মাউথ ওয়াশের কার্যকারিতা।
মার্কিন সংস্থা মাইক্রোব্যাক ল্যাবরেটরি স্বাধীনভাবে পরীক্ষা করে জানিয়েছে, এই মাউথস্প্রে-র কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।