TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রক্তের গ্রুপের ওপর নির্ভর করছে করোনা সংক্রমণের সম্ভাবনা কতটা ?

বঙ্গ নিউস, ১৮ অক্টোবর, ২০২০ঃ প্রায় ২২ লক্ষ মানুষের রক্ত পরীক্ষার তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন ব্লাড গ্রুপের ওপরেও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নির্ভর করছে৷ ‘ব্লাড অ্যাডভান্সেস’ (Blood Advances) পত্রিকায় প্রকাশিত দুটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে যে, যাঁদের ব্লাড গ্রুপ O, তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে যাঁদের ব্লাড গ্রুপ AB, তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি। এর আগে ‘ক্লিনিকাল ইনফেকসাস ডিজিজেস’ (Clinical Infectious Diseases) পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রেও এই কথা জানিয়েছিলেন গবেষকরা৷

আরও পড়ুন খিদের সূচকে পাকিস্তান, বাংলাদেশের থেকেও নীচে ভারত

‘ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক’ এর গবেষক অধ্যাপক টোর্বেন ব্যারিংটন (Torben Barington) জানান, গবেষণায় দেখা গেছে AB ব্লাড গ্রুপের মানুষদের শুধু করোনার ক্ষেত্রেই নয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, সিওপিডি-র মতো একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেশি। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যায় অন্যান্য ব্লাড গ্রুপের চেয়ে AB ব্লাড গ্রুপের মানুষরা অনেক বেশি (প্রায় ৬৮.৯ শতাংশ) আক্রান্ত হন। এমনকি যাঁদের ব্লাড গ্রুপ A অথবা AB, তাঁদের মধ্যে কিডনি বিকল হওয়ার ঘটনাও অন্যদের তুলনায় অনেকটা বেশি।