Home লাইফস্টাইল ঘরের মানুষের থেকেই করোনা ছড়ায় বেশি

ঘরের মানুষের থেকেই করোনা ছড়ায় বেশি

by banganews

ঘরে থাকা মানুষজন বাইরের মানুষের সংস্পর্শে নয়, বরং নিজের ঘরের মানুষের থেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন বেশি। তাঁদের পর্যবেক্ষণ থেকে এই তথ্যই সামনে আনলেন দক্ষিণ কোরিয়ার গবেষকরা।
গবেষকদের এই তথ্য প্রকাশিত হয়েছে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে সম্প্রতি। ৫৭০৬ জন করোনা পজিটিভ রোগী এবং তাঁদের সংস্পর্শে এসেছেন এমন ৫৯০০০ মানুষের ওপর গবেষণা করে এই তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন গোষ্ঠী সংক্রমণ স্বীকার করছেন না কেন মোদী সরকার প্রশ্ন চিকিৎসক মহলে 

এই গবেষণায় দেখা গেছে, ১০০ জনের মধ্যে মাত্র ২ জন আক্রান্তের দেহে এই ভাইরাস এসেছে ঘরের বাইরের মানুষজনের থেকে। প্রতি ১০ জনের মধ্যে ১ জনের দেহে ভাইরাস এসেছে ঘরের মানুষের থেকেই।
আরও জানা যাচ্ছে, ঘরের মানুষের স্পর্শেই আক্রান্ত এই ব্যক্তিরা বয়সে প্রবীণ। গবেষকদের ধারণা, প্রবীণদের ব্যক্তিগত দেখভাল একটু বেশি প্রয়োজন হয় বলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি।
দশবছর বা তার কমবয়সী শিশুরা তুলনায় আক্রান্ত কম হয়, কিংবা আক্রান্ত হলেও উপসর্গহীন।
গবেষকরা বলছেন, শিশুরা কোভিড ১৯-এর যথার্থ বাহকও নয়। তবে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য অনুসন্ধানের প্রয়োজন।

You may also like

2 comments

Leave a Reply!