Home দেশ খিদের সূচকে পাকিস্তান, বাংলাদেশের থেকেও নীচে ভারত

খিদের সূচকে পাকিস্তান, বাংলাদেশের থেকেও নীচে ভারত

by banganews

বঙ্গ নিউস, ১৭ অক্টোবর, ২০২০ঃ খিদের নিরিখে পাকিস্তান, বাংলাদেশেরও পিছনে ভারত। সম্প্রতি ডাবলিনে প্রকাশিত হল বিশ্ব খাদ্য সূচক রিপোর্ট। সেই রিপোর্টেই ভারত রয়েছে এমন লজ্জাজনক স্থানে।
এই নজির ছিল ২০১৯ সালেও। রাষ্ট্রপুঞ্জের অঙ্গ ইউনিসেফ জানায়, ভারতের অর্ধেক শিশুই অপুষ্টির শিকার। গোটা দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থা সবচেয়ে খারাপ। গত বছর ১১৭টি দেশের মধ্যে ১০২তম স্থানে ছিল ভারত।

আরও পড়ুন স্বাস্থ্যবিধি মেনে খুলল ইকোপার্ক

এবছর ১০৭টি দেশের মধ্যে ভারতের স্থান ৯৪তম। পাকিস্তানের স্থান ৮৮ এবং বাংলাদেশ উঠে এসেছে ৭৫তম স্থানে। শুধু তাই নয়, ভারতের থেকে এবছর এগিয়ে আছে নেপাল আর ইন্দোনেশিয়াও। ভারতের একমাত্র সান্ত্বনা আফগানিস্তান, রাওয়ান্ডার মতো দেশগুলি। পয়েন্টের বিচারে তারা ভারতের কাছাকাছি।
বিশ্ব খাদ্য সূচকের এই রিপোর্ট বলছে, সংশ্লিষ্ট সূচকের প্রেক্ষিতে আগের থেকে বিশ্বের অবস্থা ভালো। যদিও ৩১টি দেশের অবস্থা শোচনীয় বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। পাকিস্তান ও নেপালের সঙ্গে সে তালিকায় ভারতও রয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, এই দেশগুলিতে অশিক্ষা, দারিদ্র এবং অপুষ্টিই এই অবস্থার প্রধান কারণ।

You may also like

2 comments

Leave a Reply!