TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বয়কটের জন্য চিনা পণ্যের তালিকা বানাল ভারতীয় ব্যবসায়ী সংগঠন

সীমান্তে আগ্রাস নের জের, ভারতীয় সেনা মৃত্যুর জের। চিন দেখলেই এখন বুকের সর্বত্র চিনচিন। নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েছে চিনা পণ্যের নাম খুঁজতে। না না, কেনার জন্য নয় মোটেও। বয়কটের জন্য।

খবর বলছে, ভারতীয় সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে প্রোডাক্টস মেড ইন চায়না, লিস্ট অফ চাইনিজ অ্যাপস ইন ইন্ডিয়া ইত্যাদি শব্দবন্ধ। সেই অনুযায়ী তালিকা তৈরি হচ্ছে। এমনকী আরও বড় খবর হল, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ইতিমধ্যেই ভারতে বিক্রিত ৫০০ টি চিনা পণ্য ও পরিষেবার তালিকাও তৈরি করে ফেলেছে। সেই তালিকায় আছে খেলনা, ফেব্রিক, রান্নাঘরের সরঞ্জাম, নিত্য ব্যবহার্য সরঞ্জাম, জুতো, হাতব্যাগ, ইলেকট্রনিক সম্ভার প্রভৃতি।

আরো পড়ুন – পরিকল্পনা করেই সংঘর্ষ বাধিয়েছে চীন : বিস্ফোরক অভিযোগ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

তবে তার আগে থেকেই নেটিজেনরা টিকটক ভিডিও আনইনস্টল করা শুরু করে দিয়েছে জোরকদমে।