TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ট্রেনে চড়ার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

বঙ্গ নিউস, ৪ জানুয়ারি, ২০২১ঃ সামনেই গঙ্গাসাগর উৎসব। তার আগে যাত্রী সুরক্ষার্থে বিশেষ পদক্ষেপ নিল রেল। গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ট্রেনে চড়ার আগে করোনা পরীক্ষা করা হবে। র‍্যাপিড টেস্টে উত্তীর্ণ হলে তবেই ট্রেনে চড়ার অনুমতি মিলবে। আজ নবান্নে রাজ্যের সঙ্গে রেলকর্তাদের বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে শিয়ালদহ স্টেশনে করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হবে। এছাড়াও শিয়ালদহ , নামখানা ও কাকদ্বীপ স্টেশনে তিন জায়গায় শরীরের পরীক্ষা নেওয়া হবে। আইসোলেশন সেন্টার থাকবে। কোনোরকম সন্দেহ হলেই হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন কৃষি আইন নিয়ে আজ কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে কৃষকরা

রেল সূত্রে খবর তীর্থযাত্রীদের সুবিধার জন্য নামখানা ও কাকদ্বীপ লোকালের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখার ২১ নম্বর প্ল্যাটফর্মটি বরাদ্দ করা হবে। আগামী ৭ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত নামখানা ও কাকদ্বীপ শাখায় আরও বাড়তি পনেরোটি ট্রেন চালানো হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে চলতি বছরের মেলায় ৫ টি অস্থায়ী হাসপাতাল থাকবে। মোট ৬৫৮ টি শয্যারও ব্যবস্থা থাকবে। র‍্যাপিড টেস্টের ব্যবস্থা থাকছে, পাশাপাশি ৩৮ টি বুথ থাকছে চিকিৎসার জন্য। কেয়ারসেন্টার ও সেফ হোমের ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রথমবার মৃতদেহ সৎকারের কবরস্থান ও চুল্লির ব্যবস্থাও থাকছে গঙ্গাসাগর মেলায়।