Home দেশ কৃষি আইন নিয়ে আজ কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে কৃষকরা

কৃষি আইন নিয়ে আজ কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে কৃষকরা

by banganews

দিল্লি, ৪ জানুয়ারি, ২০২১ঃ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষকরা এখনও আন্দোলনরত। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠন। বেশ কয়েকদফা বৈঠকের পরেও কোনো সমাধানসূত্র মেলেনি। নতুন বছরের শুরুতে আজ সপ্তমবারের জন্য কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সরকারপক্ষ। কেন্দ্র আইন সংশোধনের কথা বললেও কৃষকরা নয়া আইন প্রত্যাহারের দাবিতে অনড়। মূলত দুটি বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে। কৃষি আইন বাতিলের দাবি থাকবে , এর পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি দেওয়ার দাবিও জানাবেন কৃষকরা।

আরও পড়ুন একবার টাকা দিলে সারাজীবন পেনশন দেবে, নতুন স্কিম নিয়ে এল LIC

যদিও সরকারের দাবি গত ৩০ ডিসেম্বরের বৈঠকে চারটি দাবির মধ্যে দুটি দাবি নিয়ে মধ্যস্থতায় আসা গিয়েছে। এদিকে কৃষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছে আইন প্রত্যাহার না করা হলে আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর নিয়ে মিছিল করবেন কৃষকরা। আজকের কৃষক-কেন্দ্র আলোচনা কি সদর্থক হবে? কৃষকদের অনড় মনোভাব ও আন্দোলনের মধ্যে শীর্ষ আদালতও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। প্রধান বিচারপতি অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি নিয়ে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

You may also like

Leave a Reply!