TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

তৃণমূল নেতার বিরুদ্ধে বিতর্কিত পোস্টার বর্ধমানে, তারপরে যা হল…

বর্ধমান, ১১ সেপ্টেম্বর, ২০২০ঃ তৃণমূল নেতা শ্যামল দত্তের নামে দুর্নীতির অভিযোগ এনে পোস্টার লাগানোয় তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে। তিনি কেবল তৃণমূলের ব্লক সভাপতিই নন, সেখানকার পঞ্চায়েত সমিতিরও সভাপতি। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সাহস থাকলে কুৎসাকারীরা প্রকাশ্যে আসুক, প্রমাণহীন অভিযোগে কিছুই সাব্যস্ত হয় না।

আরও পড়ুন আর মোটে চারদিন, টিকটকের সময় বেঁধে দিলেন ট্রাম্প

শুক্রবার, বর্ধমান শহরের উল্লাস মোড়ের কাছে একটি পোস্টারে তাকে ‘বালি মাফিয়া’ বলে উল্লেখ করা হয়ে। বেলা বাড়ার সাথে সাথে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদও চড়তে থাকে। একদল এই ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেও, স্থানীয় বিজেপির নেতা শুভম নিয়োগীর বক্তব্য, ‘‘ব্লক সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলেরই কোনও গোষ্ঠী এই কাণ্ড ঘটিয়েছে।’’

তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দেবু টুডু বলেন, ‘‘রাজনৈতিক মোকাবিলার ক্ষমতা না থাকায় কুৎসা রটাচ্ছে বিজেপি। মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না।’’

আরও পড়ুন ব্রেকিং! প্রয়াত সমাজকর্মী স্বামী অগ্নিবেশ

আর মাত্র কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে দলের ব্লক সভাপতিদের নাম। ঠিক তার আগে বর্ধমান ২ নং ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্তের নামে এই ধরনের পোস্টার পড়ায়, বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।