Home বিদেশ আর মোটে চারদিন, টিকটকের সময় বেঁধে দিলেন ট্রাম্প

আর মোটে চারদিন, টিকটকের সময় বেঁধে দিলেন ট্রাম্প

by banganews

নিউ ইয়র্ক, ১১ সেপ্টেম্বর, ২০২০: হাতে আর মাত্র চারদিন সময়। তার মধ্যেই টিকটক-কে তার মার্কিন মাটির ব্যবসা বিক্রি করে দিতে হবে। কিংবা পুরোদস্তুর ঝাঁপ ফেলে দিতে হবে। এর বেশি সময় দেওয়ার কোনও সম্ভাবনাই নেই। সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন বলিউড তারকাদের সমন কোন পথে? মিটিংয়ে এনসিবি

ট্রাম্প বলেন, “১৫ সেপ্টেম্বরের মধ্যে ক্রেতা খুঁজে নিয়ে ব্যবসা বিক্রি করে দিতে হবে টিকটক ভিডিওকে। আর তা না পারলে তালা ঝুলিয়ে দিতে হবে। আমি আর একটাও বাড়তি দিন ধার্য করব না।
উল্লেখ্য, অাগস্ট মাসের ৩ তারিখ ট্রাম্প বলেছিলেন, ১৫ সেপ্টেম্বর অবধি টিকটকের ডেডলাইন। তার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী করবে।
অথচ আগস্টের ৬ এবং ১৪ তারিখে টিকটকের পেরেন্ট কোম্পানি বাইটডান্সের বিরুদ্ধে দুটি নির্দেশিকায় সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমটিতে টিকটককে ৪৫ দিন দেওয়া হয়েছিল। যার অর্থ দাঁড়ায় টিকটক সময় পাচ্ছে ২০ সেপ্টেম্বর অবধি।

আরও পড়ুন সঞ্জয় রাউতকে হুমকির অভিযোগ, টালিগঞ্জ থেকে গ্রেফতার যুবক

এর পরের নির্দেশিকা অনুসারে টিকটককে দেওয়া হয় ৯০ দিন সময়। যার অর্থ দাঁড়ায় টিকটক সময় পাচ্ছে ১২ নভেম্বর অবধি।
বিগত এই দুই নির্দেশিকার সূত্রেই ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকটকের হাতে এখনও সময় আছে।
কিন্তু এদিনের সাংবাদিক সম্মেলনে সে সব যুক্তিই খারিজ করে দিয়ে প্রেসউডেন্ট ট্রাম্প বলেন, ১৫ সেপ্টেম্বরের পর আর একটি দিনও বাড়তি পাবে না টিকটক।

You may also like

Leave a Reply!